Site icon Jamuna Television

কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

কাল থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। এবারের আসরে টায়ার ওয়ানের চ্যাম্পিয়ন দল পাবে ৩০ আর দ্বিতীয় টায়ারের চ্যাম্পিয়ন পাবে ৭ লাখ টাকা প্রাইজ মানি।

টায়ার ওয়ানের রানারআপ দলের প্রাইজ মানি ১৫ লাখ টাকা। টায়ার ওয়ানের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবে ১ লাখ টাকা। টায়ার ওয়ানের সর্বোচ্চ রান ও উইকেট শিকারি পাবে ৭৫ হাজার টাকা। প্রতি ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৩০ হাজার টাকা পুরস্কার।

এবারের আসরে ঢাকা মেট্রোর নেতৃত্ব দেবেন নাইম শেখ। রাজশাহীর ফরহাদ হোসেন, রংপুরের আকবর আলী। বরিশালের ফজলে রাব্বি। খুলনার অধিনায়কত্ব করবেন ইমরুল কায়েস। সিলেটের জাকির হাসান আর চট্টগ্রামের দলনেতা ইরফান শুক্কুর।

/এডব্লিউ

Exit mobile version