Site icon Jamuna Television

দুই সপ্তাহে সপ্তমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

আবারও ব্যালেস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। রোববার (৯ অক্টোবর) পূর্ব উপকূলের দিকে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং। এই নিয়ে দু’সপ্তাহের মধ্যে ৭ম বারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়লো দেশটি। খবর সিএনএন এর।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছে প্রতিবেশী দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানান, উপকূলীয় মানচন শহর থেকে পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ছয় মিনিটের ব্যবধানে ছোড়া হয় দুটি মিসাইল।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ১০০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় ওঠে উত্তর কোরিয়ার ছোড়া মিসাইল দু’টি। সাড়ে ৩০০ কিলোমিটার পাড়ি দিয়ে তা পড়ে জাপানের অর্থনৈতিক সমুদ্রসীমায়। পিয়ংইয়ংয়ের সামরিক পদক্ষেপকে উস্কানিমূলক আখ্যা দিয়েছে সিউল ও টোকিও। সম্প্রতি যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের যৌথ সামরিক মহড়ার জবাবেই মূলত সামরিক তৎপরতা বাড়িয়েছে উত্তর কোরিয়া।

এসজেড/

Exit mobile version