Site icon Jamuna Television

জিপিএস অনুসরণ করে নদীতে পড়ে মৃত্যু

ছবি: সংগৃহীত

জিপিএসের ভুলে প্রাণ হারাতে হলো এক ব্যক্তিকে। মেয়ের নবম জন্মদিনের অনুষ্ঠান শেষে বাড়িতে ফিরছিলেন ফিল প্যাক্সন (৪৭)। বাইরে তখন অন্ধকারে অঝোরে বৃষ্টির সাথে ঝড়ো বাতাস বইছে। রাতের অন্ধকারে রাস্তা যাতে ভুল না হয় সে জন্য জিপিএস চালু করেছিলেন ফিল।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ফিল জিপিএসে নির্দেশিত রাস্তা অনুসরণ করে এগোচ্ছিলেন। কিছুটা যাওয়ার পরই একটি সেতুর ওপর গাড়ি নিয়ে উঠে পড়েন তিনি। গাড়ি একটু এগোতেই সেতু থেকে নদীতে আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফিলের। ঘটনাটি যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার।

পুলিশ জানিয়েছে, সেতুটি নয় বছর আগেই ভেঙে দেয়া হয়েছে। ফলে নদীর ওপরে গিয়েই সেতুটি শেষ হয়েছে। প্রবল বৃষ্টিতে সেটি আন্দাজ করতে পারেননি ফিল। ফলে গাড়ি নিয়ে নদীতে পড়ে যান তিনি। উত্তর ক্যারোলিনা স্টেট হাইওয়ে প্যাট্রোল মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছে।

ফিলের পরিবারের অভিযোগ, সেতুটি যে বিপজ্জনক তার কোনো চিহ্ন ছিল না সেখানে। যদি থাকত, তা হলে হয়তো এ দুর্ঘটনার মুখে পড়তে হত না ফিলকে।

/এনএএস

Exit mobile version