Site icon Jamuna Television

প্রতিরক্ষা সক্ষমতা ৫০ শতাংশে উন্নীত হবে: সৌদি প্রধানমন্ত্রী

গেলো কয়েক বছরে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা ২ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন প্রতিরক্ষামন্ত্রীর শাসনামলে সেটি ৫০ শতাংশে উন্নীত করা হবে। খবর রয়টার্সের।

শনিবার (৯ অক্টোবর) সৎ ভাই প্রিন্স খালিদের ব্যাপারে এ প্রত্যাশা ব্যক্ত করেন সৌদি আরবের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সরকার প্রধানের দায়িত্বে বসার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসেন যুবরাজ। তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা প্রথমে বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সেনাবাহিনী এবং অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে পৃথক-পৃথক বৈঠক করেন।

দীর্ঘদিন যাবৎ দেশটির অঘোষিত শাসক মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে রয়েছে তার সুদূরপ্রসারী পরিকল্পনা। যা ভিশন টোয়েন্টি থার্টি নামে পরিচিত। এরইমধ্যে বেশকিছু পরিকল্পনা বাস্তবে রূপ দিয়েছেন তিনি। নারীদের স্বাধীনতার বিষয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ। বাদশাহ সালমানের পরই তিনি বসবেন সিংহাসনে।

/এমএন

Exit mobile version