Site icon Jamuna Television

মত প্রকাশে প্রত্যেক ধর্মের মানুষকে সহিষ্ণু হতে হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

ধর্মীয় আদর্শ ও মত প্রকাশে প্রত্যেক ধর্মের মানুষকে সহিষ্ণু হওয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

রোববার (৯ অক্টোবর) দুপুরে ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষ্যে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বলেন, মত প্রকাশ ও ধর্ম পালনে সবাইকে সমান সুযোগ দিতে হবে। যা ইসলামেও বলা হয়েছে। ধর্মকে ব্যবহার করে কেউ যেন সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন মন্ত্রী।

প্রতিষ্ঠানটি পবিত্র কোরআনের তাফসির, মিলাদ মাহফিল এবং দৃষ্টিপ্রতিবন্ধি শিক্ষার্থীদের জন্য প্রতিভা অন্বেষণের আয়োজন করে।

/এমএন

Exit mobile version