Site icon Jamuna Television

আসামে বন্ধুর সাথে মণ্ডপে যাওয়ায় নাবালিকাকে ধর্ষণ করে বস্তায় ভরলো ‘প্রেমিক’

ছবি: সংগৃহীত

বন্ধুর সাথে প্যান্ডেলে যাওয়ায় নাবালিকাকে ধর্ষণ করে গলাকেটে বস্তায় ভরে পালালো ‘প্রেমিক’। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের চাচর জেলায়। খবর নিউজ এইটিনের।

খবরে বলা হয়, ২৬ বছরের ওই প্রেমিক নাবালিকে তুলে নিয়ে ধর্ষণ করে গলাকেটে হত্যার চেষ্টা করে। পরে বস্তায় ভরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায় প্রেমিক। পরবর্তীতে কোনোমতে বস্তার বাঁধন ছিঁড়ে ওই নাবালিকা শেষমেশ বাড়িতে পৌঁছায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতার যুবক দাবি করেছে ওই নাবালিকা তার প্রেমিকা ছিল। দুর্গাপূজা চলাকালীন ওই নাবালিকা তার এক বন্ধুর সাথে বেশ কয়েকবার পূজার প্যান্ডেলে গিয়েছিল। সেই থেকেই রাগ জন্ম নেয় তার। পরে ওই নাবালিকাকে তুলে নিয়ে ধর্ষণ করে। তারপর ছুরি দিয়ে গলাকেটে হত্যার চেষ্টা করে। ক্ষতবিক্ষত অবস্থায় নাবালিকাকে একটি বস্তায় বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় ওই যুবক।

এফআইআর থেকে জানা যায়, অক্টোবরের ৪ তারিখে এই ঘটনা ঘটেছে। পরে ওই দিন রাতেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।

ইউএইচ/

Exit mobile version