হ্যাকিংয়ের শিকার হলো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শনিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় সংবাদ চলাকালে ১৫ সেকেন্ডের জন্য সেটি দখলে নেয় হ্যাকাররা। খবর এপির।
সেসময় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ্ আলি খামেনির একটি সংবাদ সম্প্রচারিত হচ্ছিল। সাইবার হামলার মাধ্যমে স্ক্রিন দখলে নেয় হ্যাকাররা। প্রচার করে খামেনি আগুনে পুড়ছে, এমন একটি ছবি। তাতে লেখা ছিল, গণআন্দোলনে যোগ দিন, আমাদের পাশে দাঁড়ান। নিচেই ছিল আরেকটি লাইন। যার ভাষ্য, ইরানি সরকারের নখের আচড়ে রক্তাক্ত তরুণ প্রজন্ম। ছবির সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছিল চলমান আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় গান। গেলো ১৭ সেপ্টেম্বর থেকে পোশাকের স্বাধীনতার দাবিতে উত্তাল ইরান।
/এমএন

