Site icon Jamuna Television

ইসলামাবাদে শপিংমলে ভয়াবহ আগুন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেন্টোরাস শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, ভবনের ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। এসময় লোকজনকে সেখান থেকে বের হয়ে আসতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, শপিংমলের ভেতর থেকে মানুষকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাছাড়া আগুন নেভানোর কাজ চলছে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া ভেতরের আগুন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে।

/এনএএস

Exit mobile version