Site icon Jamuna Television

‘৮৪ বেসামরিক সিরীয়র মৃত্যুর জন্য মার্কিন বাহিনী দায়ী’

সিরিয়ার রাক্বা শহরের নিকটবর্তী একটি এলাকায় গত মার্চে মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ শিশুসহ ৮৪ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এ ঘটনায় দীর্ঘ তদন্ত শেষে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এই বিরাট সংখ্য হতাহতের জন্য মার্কিন বাহিনী দায়ী।

এইচআরডব্লিউর প্রতিবেদন বলা হয়, হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনো পূর্ব সর্তকতা জারি করা হয়নি।

জঙ্গিগোষ্ঠি আইএসআইএস এর কিছু সংখ্যক সদস্যের উপস্থিতি হামলার সময় ওই এলাকায় ছিল। তবে তার চেয়েও কয়েকগুন বেশি সাধারণ মানুষ বাস করতেন সেখানে। ফলে বিমান হামলার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। কিন্তু তা করা হয়নি বলে জানিয়েছে এই মানবাধিকার সংস্থা।

 

/কিউএস

Exit mobile version