Site icon Jamuna Television

নরসিংদীর আড়িয়াল খাঁ নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু

স্টাফ করেসপনডেন্ট, নরসিংদী:

নরসিংদীর বেলাবোতে আড়িয়াল খাঁ নদীতে ডুবে তিন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরাকান্দা গ্রামের আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে তাদের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তিন শিশু, বীরাকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার, একই গ্রামের কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার ও মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা। বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত শিশুদের পরিবার ও এলাকাবাসী জানান, রোববার দুপরে বাড়ির কাউকে না জানিয়ে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে গিয়ে তারা নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে নদীতে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে বেলাবো থানা পুলিশর সহায়তায় এলাকাবাসী তিন শিশুর মরদেহ উদ্ধার করে। আইনি জটিলতা শেষ করে নিহত তাদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিযেছে শিশুর পরিবার।

এটিএম/

Exit mobile version