Site icon Jamuna Television

কিম জং উনের হুঁশিয়ারি, শত্রুদের সাথে কোনো আলোচনা নয়

শত্রুদের সাথে কোনো আলোচনা বা সংলাপ নয়। বরং যেকোনো মুহূর্তে তাদের ভূখণ্ডে আঘাত করার সক্ষমতা রয়েছে উত্তর কোরিয়ার। দেশটির মিসাইল উৎক্ষেপণ ঘিরে উত্তেজনার মধ্যেই এ মন্তব্য করলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। খবর এপির।

রোববার (৯ অক্টোবর) সর্বোচ্চ নেতার একগুচ্ছ ছবি প্রকাশ করে পিয়ংইয়ং। সেগুলো অনুসারে গেলো দু’সপ্তাহে ৭ দফা মিসাইল ছোড়ার মুহূর্তে ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন কিম জং উন। নিজে দাঁড়িয়ে থেকে সেনাবহরকে দিয়েছেন নির্দেশনা। ছবিগুলোর সাথে কিম জং উনের মন্তব্য প্রকাশ করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

কিম জানান, মিসাইল ছোড়ার মাধ্যমে পরমাণু সক্ষমতা পুরোপুরি প্রদর্শিত হয়েছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বর্তমানে যেকোনো জায়গায় হামলা চালাতে প্রস্তুত। মূলত, কোরীয় উপকূলে মার্কিন রণতরী মোতায়েন এবং দক্ষিণ কোরিয়া-জাপানের সাথে যৌথ মহড়াকে কেন্দ্র করেই ক্ষোভ প্রকাশ করছে উত্তর কোরিয়া। এর আগে, অঞ্চলটি সফর করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

এটিএম/

Exit mobile version