Site icon Jamuna Television

দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় বসে আছে আ. লীগ: আমানউল্লাহ আমান

আমান উল্লাহ আমান। ফাইল ছবি।

দমন-পীড়ন চালিয়ে নব্য স্বৈরাচার আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, এমন অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

সোমবার (১০ অক্টোবর) শহীদ নাজির উদ্দিন জেহাদ দিবস উপলক্ষ্যে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে জেহাদ স্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন। বলেন, জনগণ এখন পথে নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মসূচিগুলোতে জনতার ঢল নেমেছে।

আমানউল্লাহ আমান আরও বলেন, ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথেই সরকারের পতন ঘটানোই হবে শহীদ জেহাদ দিবসের শপথ। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন দিশেহারা।

/এমএন

Exit mobile version