Site icon Jamuna Television

১০ জনের মৃত্যুর পর ভারতের সেই বাঘকে গুলি করে হত্যা

একে একে ১০ জনের প্রাণ গেছে বাঘের হাতে। অবশেষে মানুষের প্রাণ বাঁচাতে হত্যা করা হলো ভারতের বিহারের ঘাতক রয়েল বেঙল টাইগারকে। লোকালয়ে এসে সাধারণ মানুষের ওপর হামলা শুরু করেছিল সাড়ে ৩ বছর বয়সী বাঘটি। তবে এটি কোথা থেকে এসেছে তা এখনো জানা যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শনিবার (৯ অক্টোবর) স্থানীয় সময় রাতে বাল্মীকি টাইগার রিজার্ভ ফরেস্টে বাঘটিকে গুলি করে হত্যা করা হয়। জানা গেছে, বাঘটিকে হত্যা করতে ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে আনা হয় বন বিভাগের একদল বন্দুকধারী শিকারিকে। তাদের গুলিতেই প্রাণ গেছে বাঘটির।

এ নিয়ে বিহারের প্রধান বন্য প্রাণী তত্ত্বাবধায়ক প্রভাত কুমার গুপ্ত বলেন, বন বিভাগের কর্মীরা বাল্মীকি টাইগার রিজার্ভ এলাকা থেকে বাঘটিকে খাঁচায় ধরার চেষ্টা করেন। বাঘটি মানুষের বাসস্থানে হানা দিচ্ছিল বলে প্রমাণ থাকায় নিয়ম অনুসারে বাঘটিকে হত্যার আদেশ দেয়া হয়।

এর আগে গত ১২ সেপ্টেম্বর হঠাৎ লোকালয়ে প্রবেশ করে বাঘটি। তার প্রথম শিকার হয়েছিল ১২ বছরের এক কিশোরী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কিশোরীর ঘরের মশারি ছিড়ে তাকে টেনে নিয়ে যায় বাঘটি। পরে কিশোরীর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়। এরপর একে একে আরও ৯জন বাঘটির শিকারে পরিণত হয়।

খবর পেয়ে বাঘটির অবস্থান শনাক্ত করতে আকাশে একঝাঁক আধুনিক ড্রোন ওড়ানো হয়। এছাড়া ৫০০ জনেরও বেশি বন্দুকধারী প্রহরী তল্লাশি অভিযানে নামে। প্রথমে বাঘটিকে জীবিত উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে অবশেষে গুলি করে হত্যা করা হয় তাকে।

এসজেড/

Exit mobile version