Site icon Jamuna Television

হত্যার ২০ বছর রায়, ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: প্রতীকী

বগুড়া ব্যুরো:

বগুড়ায় শাহজাহান আলী হত্যা মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশিদুল ইসলাম মৃধাসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাবিবা মণ্ডল এই রায় দেন। একই সঙ্গে তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।

আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনের দু’দিন পর প্রতিপক্ষের মারপিটে মারা যান শাহজাহান আলী। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধাসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের ভাই মাহমুদুর রহমান। প্রায় ২০ বছর বিচারকাজ শেষে সোমবার আদালত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধাসহ ১১ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ১১ আসামির মধ্যে ৩ জন পলাতক রয়েছেন। চেয়ারম্যান রশিদ মৃধাসহ বাকি ৮ আসামি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা রশিদ মৃধা ২০০৩ সালে প্রথম ইউপি চেয়ারম্যান হন। সর্বশেষ নির্বাচনেও শেখেরকোলা ইউপির চেয়ারম্যান হন তিনি। রায় ঘোষণা শেষে আদালত থেকে কারাগারে নেয়া হয় আসামিদের।

ইউএইচ/

Exit mobile version