Site icon Jamuna Television

মামার বিয়েতে এসে ট্রেনে কাটা পড়ে ভাগ্নের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাণা ইউনিয়নের দুর্গাশ্রম গ্রামে মামার বিয়েতে এসে ট্রেনে কাটা পড়ে আফজাল হোসেন আতাউর (১২) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই গ্রামের নেত্রকোণা-মোহনগঞ্জ রেল সড়কের মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর কলমাকান্দা উপজেলার ডুবিয়ারকোনা গ্রামের মো. ইঞ্জিল মিয়ার ছেলে।

নেত্রকোণা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, নিহত কিশোর আতাউর ঠাকুরাণা ইউনিয়নে দুর্গাশ্রম গ্রামে তার মামা সাইদুরের বিয়ের অনুষ্ঠানে এসেছিলো। বিকেলে বিয়ে বাড়ি থেকে ট্রেনের হর্ন শুনে আতাউর রেল লাইনের কাছে আসে। দৌড়াদৌড়ি করে রেল সড়ক পার হতে চাইলে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় কিশোরের দেহ থেকে মস্তকসহ হাত-পাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে।

Exit mobile version