Site icon Jamuna Television

নিউজিল্যান্ডে সৈকতে আটকে পড়া ২৫০টি পাইলট তিমির মৃত্যু

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের প্রত্যন্ত চ্যাথাম দ্বীপের সমুদ্রসৈকতে আটকা পড়ে প্রায় ২৫০টি পাইলট তিমি মারা গেছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

নিউজিল্যান্ডের সংরক্ষণ বিভাগ জানিয়েছে, পাইলট তিমিরা ডলফিন পরিবারের সদস্য। শুক্রবার (৭ অক্টোবর) দ্বীপটির উত্তর-পশ্চিমে তারা আটকা পড়ে।

একটি প্রশিক্ষিত দল দুর্ভোগ এড়াতে বেঁচে থাকা তিমিদের সহজ প্রক্রিয়ায় মৃত্যুর ব্যবস্থা করছে বলে জানা গেছে। এ সময় নিউজিল্যান্ড ও চ্যাথাম দ্বীপের আদিবাসীরা সমর্থন জানাতে সেখানে উপস্থিত ছিলেন।

চ্যাথাম দ্বীপে তিমিদের আটকে পড়ার ঘটনা এর আগেও ঘটেছে। ১৯৮১ সালে এখানে আনুমানিক এক হাজার তিমি আটকে পড়েছিল।

Exit mobile version