Site icon Jamuna Television

রাশিয়া যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট

ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান রাশিয়া সফরে যাচ্ছেন। সোমবার (১০ অক্টোবর) খালিজ টাইমস এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

মঙ্গলবার (১১ অক্টোবর) প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে রাশিয়া যাচ্ছেন আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এই সফরে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ, পুতিনের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

আমিরাতের সাথে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা এবং অভিন্ন স্বার্থের উন্নয়ন নিয়ে আলোচনা করা হবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

/এনএএস

Exit mobile version