Site icon Jamuna Television

টুইটারকে বিদায় জানালেন করন জোহর

ছবি: সংগৃহীত

ভক্তদের সাথে যোগসূত্র স্থাপনের জন্য বলিউড তারকাদের অন্যতম বহুল ব্যবহৃত মাধ্যম হলো টুইটার। তবে সেই টুইটারকেই বিদায় জানিয়েছেন অন্যতম জনপ্রিয় পরিচালক এবং প্রযোজক করন জোহর।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে করন জোহর বলেন, জীবনে ইতিবাচক কাজে সময় দেয়াকে আরও প্রাধান্য দিতে চাচ্ছি এবং সেই লক্ষ্যে এটি প্রথম পদক্ষেপ। বিদায় টুইটার।

যদিও করন জোহরের সেই টুইটটি এখন আর দেখা যাবে না। কারণ তিনি ইতোমধ্যে তার টুইটার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছেন। তবে তার আগে অনেকেই অনেকে কারানের সিদ্ধান্তে একাত্মতা ঘোষণা করেন।

/এনএএস

Exit mobile version