Site icon Jamuna Television

সৌদিতে স্কুলবাসে আটকে ৫ বছরের শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সৌদি আরবে স্কুলবাসে আটকা পড়ে হাসান আলাভী নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ কাতিফে রোববার (৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। চালকের ভুলে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বাসের চালক কোনো শিক্ষার্থী বাসের ভেতরে রয়ে গেছে কি না তা যাচাই না করেই দরজা বন্ধ করে চলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনার সময় কাতিফের তাপমাত্রা সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল।

নিহতের বাবা হাসেম আলাভী আল-শুলা জানান, কিন্ডারগার্টেনের গাড়ি প্রতিদিন সকাল সাড়ে ৬টায় তার সন্তানকে স্কুলে নিয়ে যায়। গাড়িটি ১২ জন যাত্রীর ধারণক্ষমতার একটি ছোট মাইক্রোবাস। চালকের সাথে সাধারণত একজন সহকারী থাকলেও ঘটনার দিন অসুস্থতার কারণে তিনি অনুপস্থিত ছিলেন। হাসানকে নেয়ার সময় গাড়িতে আরও তিন শিশু ছিল। হাসানকে নেয়ার পর চালক হিল্লাত মাহিশ শহরে অন্য ৯ শিশুকে নিতে গিয়েছিলেন।

সকাল সোয়া ১১টায় চালক তাকে ফোন দিয়ে জানান, তার ছেলে স্কুলবাসে রয়েছে এবং নড়চড়া করছে না। হাসানকে কেউ আঘাত করেছে কিনা জানতে চাইলে চালক জানান, সে রকম কিছু হয়নি। হাসানকে গাড়ির আসনগুলোর মাঝে পাওয়া গেছে।

হাসেম তার ছেলেকে অবিলম্বে হাসপাতালে নিতে চালককে অনুরোধ করেছিলেন। চালক স্কুলের কাছে একটি স্বাস্থ্যকেন্দ্রে হাসানকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগেই গাড়িতে হাসান মারা যায় বলে নিশ্চিত করেছেন হাসানের বাবা।

/এনএএস

Exit mobile version