Site icon Jamuna Television

‘এ বছর শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল’

জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ সমন্বয়ক টর ওয়েন্সল্যান্ড। 

ইসরাইয়েলি বাহিনী ২০২২ সালের ১০ মাসে দখলকৃত পশ্চিমতীরে শতাধিক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে -বলে জানিয়েছে জাতিসংঘ। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ।

এর আগে, রোববার (৯ অক্টোবর) দেয়া এক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার বিশেষ সমন্বয়ক টর ওয়েন্সল্যান্ড। 

তিনি বলেন, ফিলিস্তিনের পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে স্থানীয় বাসিন্দাদের সাথে বেপরোয়া ও নৃশংস আচরণ করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সমস্যা সমাধানে ইসরায়েলকে পেশিশক্তির পরিবর্তে রাজনৈতিক তৎপরতা চালাতে উৎসাহিত করেন জাতিসংঘের এ কর্মকর্তা।

এদিকে, ফিলিস্তিনিদের দাবি, এ বছর পশ্চিমতীরে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করেছে ইসরাইল।

প্রসঙ্গত, আসামি ও সন্ত্রাসী ধরার কথা বলে ফিলিস্তিনিদের সঙ্গে সংঘাতে জড়িয়ে নির্বিচারে তাদের গুলি করে হতাহত করছে ইসরাইলি বাহিনী। এমনকি রাতেও ফিলিস্তিনিদের বাড়িতে ঢুকে গুলি চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

/এসএইচ

Exit mobile version