সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।
আগেই তিন দল নিশ্চিত হয়ে যাওয়ায় চতুর্থ দল হিসেবে গতকালই সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল জ্যোতি-সালমাদের সামনে। শ্রীলঙ্কার সাথে তিন রানের হারে সমীকরণটা কঠিন করে ফেলে টাইগ্রেসরা। শেষ চারের টিকিট নিশ্চিত করতে হলে আজ জয় ছাড়া অন্য কোনো পথ নেই বাংলাদেশের সামনে। তাই আজকের খেলাটি বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে।
/এমএন

