Site icon Jamuna Television

আজ মাঠে নামছে পিএসজি, চেলসি ও ম্যানসিটি; ইনজুরির কারণে দলে নেই মেসি

ইউরোপ সেরার লড়াইয়ে আজ মাঠে গড়াচ্ছে বেশ কয়েকটি ম্যাচ। বাংলাদেশ সময় রাত একটায় বেনফিকার বিরুদ্ধে খেলবে পিএসজি। এই ম্যাচেও বিশ্রাম দেয়া হয়েছে লিওনেল মেসিকে। কাফ ইনজুরি থেকে অনেকটাই সেরে উঠলেও তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নন কোচ ক্রিস্টোফার গালতিয়ের।

একই সময়ে ঘরের মাঠে চেলসির বিপক্ষে লড়বে এসি মিলান। গ্রুপ পর্বের প্রথম দেখায় ৩-০ গোলে হারের পুনরাবৃত্তি চায় না ইতালিয়ান ক্লাবটি। এর আগে রাত পৌনে ১১টায় ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে এফসি কোপেনহেগেন।

এদিকে, মেসির বিষয়ে পিএসজির হেড কোচ ক্রিস্টোফার গালতিয়ের বলেন, মেসি এখন আগের চেয়ে বেশ ভালো আছে। কাফ ইনজুরি থেকে দ্রুতই সেরে উঠছে সে। তবে তাকে নিয়ে বাড়তি কোনো ঝুঁকি নিতে চাই না। সেজন্যই বেনফিকার বিপক্ষে মেসিকে বিশ্রাম দেয়া হয়েছে। আশা করছি, খুব দ্রুতই সুস্থ হয়ে ফিরে আসবে সে।

/এমএন

Exit mobile version