Site icon Jamuna Television

বরিশালে নিখোঁজ ছাত্রদল নেতা হাত-পা বাঁধা অবস্থায় বাগান থেকে উদ্ধার

বরিশাল ব্যুরো:

বরিশালে রহস্যজনকভাবে নিখোঁজ জেলা ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরান ‍উদ্ধার হয়েছে। নিখোঁজের একদিন পর উজিরপুরের একটি বাগান থেকে হাত-পা শেকলে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

ট্রিপল নাইনে ফোন পেয়ে ইরানকে উদ্ধার করে পুলিশ। এরপর তাকে পরিবারের জিম্মায় দেয়া হয়। বিষয়টি অপহরণ নাকি অন্য কিছু তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন।

এদিকে, ইরানের মা মমতাজ বেগম অভিযোগ করেন, গত শনিবার (৯ অক্টোবর) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে নিয়ে যাওয়া হয়। তবে পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে তেমন কোনো তথ্য মেলেনি।

বরিশালের কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সগির হোসেন বলেন, সব জায়গায় খোঁজ নিয়েছি, কেউ (আইনশৃঙ্খলা বাহিনী) তাকে তুলে নিয়ে যায়নি। বরিশাল নগরী সিসিটিভি ক্যামেরার আওতায়; তাতে দেখা গেছে ওইদিন বিকেলে দুই ভাই অটো থেকে নেমে দুইদিকে চলে গেছে।

ইরান নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করে বলে জানায় তার মা। আর গোড়াচাদ দাস রোড এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। এ ঘটনায় সত্য উদঘাটনের দাবি জানিয়েছে বরিশাল জেলা ছাত্রদল।

/এমএন

Exit mobile version