Site icon Jamuna Television

হারিকেন ‘জুলিয়া’র তাণ্ডবে মধ্য আমেরিকার দেশলোয় অন্তত ২৫ জনের মৃত্যু

শক্তিশালী হারিকেন জুলিয়ার তাণ্ডবে মধ্য আমেরিকায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৫ জন। নিহতরা সবাই এল সালভাদর ও হন্ডুরাসের নাগরিক। খবর রয়টার্সের।

মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র এনএইচসি এর তথ্য অনুসারে, শক্তি হারিয়ে জুলিয়া বর্তমানে সাধারণ ঝড়ে পরিণত হয়েছে। অবস্থান করছে মেক্সিকোর দক্ষিণাঞ্চলে। স্থানীয় সময় সোমবার (১০ অক্টোবর) এল সালভাদরের সমুদ্রে উপকূলে ঝড়টি প্রবেশ করে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ পরিচালনা করতে যাওয়া পাঁচ সেনাসহ কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। দুর্গত এলাকাগুলো থেকে উদ্ধার পেয়েছেন ৯ শ’ এর কাছাকাছি মানুষ। এছাড়া বাদবাকি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে হন্ডুরাস ও গুয়াতেমালা।

জুলিয়ার আঘাতে উপড়ে পড়েছে গাছপালা-বিদ্যুতের খুঁটি। তাই বিচ্ছিন্ন টেলিযোগাযোগ আর বিদ্যুৎ সংযোগও। ভেসে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। দেশগুলোতে আগামী দুই দিন সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়া হয়েছে।

রোববার রাতে মধ্য আমেরিকায় আঘান হানে হারিকেন জুলিয়া। এ সময় বাতাসের ঘূর্ণন বেগ ছিল ঘণ্টায় ১৪০ কিলোমিটার। সেসময় ৩৮১ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

/এমএন

Exit mobile version