Site icon Jamuna Television

সারাদেশে শিশুদের দেয়া হচ্ছে করোনা টিকা

শিশুদের করোনা টিকার বিশেষ ক্যাম্পেইনের অংশ হিসেবে চলছে টিকাদান কার্যক্রম। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের টিকা দেয়ার কথা থাকলেও যাদের বয়স খুব সম্প্রতি ১২ পেরিয়েছে তারাও টিকা নিতে পারছে।

এ কর্মসূচির আওতায় শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিউনিটি টিকা দেয়া হচ্ছে। এ টিকার দুইটি ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। সুরক্ষা ওয়েবপোর্টাল বা অ্যাপের মাধ্যমে ৫ থেকে ১১ বছর বয়সসীমার শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কোনো কারণে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্ভব না হলেও লাইন লিস্টিংয়ের মাধ্যমে করোনার টিকা দেয়া হবে।

উল্লেখ্য, আজ থেকে জেলা-উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিকে দেশের ১২টি সিটি করপোরেশনে এই কার্যক্রম হয়। সারা দেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর, সিটি করপোরেশন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস টিকা কার্যক্রমে সমন্বয় করে কাজ করছে।

/এমএন

Exit mobile version