Site icon Jamuna Television

‘ভ্যাকলভ হ্যাভেল’ পেলেন পুতিন বিরোধী রুশ মানবাধিকারকর্মী কারা মুরজা

ইউরোপের সম্মানজনক পুরষ্কার ‘ভ্যাকলভ হ্যাভেল’ পেলেন পুতিন বিরোধী রুশ মানবাধিকারকর্মী ভ্লাদিমির কারা মুরজা। সোমবার (১০ অক্টোবর) এ সংবাদকর্মীর স্ত্রীর হাতে পদক তুলে দেয়া হয়। খবর এপির।

ইউক্রেনে অন্যায়ভাবে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া, এই তথ্য প্রচারের দায়ে গেলো মার্চে মুরজার বিরুদ্ধে অভিযোগ আনে রুশ সরকার। এপ্রিল থেকে তিনি কারাবন্দি। আলোচিত এই মানবাধিকারকর্মী সাবেক রুশ বিরোধী নেতা বরিস নেভৎসভের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১৫ সালে ক্রেমলিনের কাছেই হত্যা করা হয় ওই রাজনীতিককে। একই বছর এবং ২০১৭ সালে মুরজাকেও বিষ প্রয়োগের চেষ্টা করা হয়। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান তিনি।

মূলত মানবাধিকার চর্চা এবং অধিকার রক্ষায় কর্মরত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ‘ভ্যাকলভ হ্যাভেল’ সম্মাননায় ভূষিত করে কাউন্সিল অব ইউরোপ।

/এমএন

Exit mobile version