Site icon Jamuna Television

পশ্চিমবঙ্গ বিজেপি প্রধান গ্রেফতার

উসকানি ও সহিংসতা ছড়ানোর অভিযোগে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) কলকাতার নিউটাউন থেকে মোমিনপুর যাওয়ার পথে চিংড়িঘাটায় তাকে গ্রেফতার করা হয়। খবর এএনআই এর।

এর আগে গত রোববার মোমিনপুরের বিভিন্ন স্থানে বোমা হামলা হয়। তাতে আহত হন কলকাতা পুলিশের উপকমিশনার সৌম্য রায়। বোমা হামলার ঘটনার প্রতিবাদে সরব হয়ে ওঠে রাজ্য বিজেপি। প্রতিবাদ জানান সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীসহ দলের শীর্ষ নেতারা

ঘটনাস্থল পরিদর্শনের জন্য সুকান্ত মজুমদার গাড়ি বহর নিয়ে বের হলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় প্রধান সড়কজুড়ে সৃষ্টি হয় যানজট। পুলিশি বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে তাকে আটক করা হয়।
/এমএন

Exit mobile version