Site icon Jamuna Television

অস্কারের আগেই মারা গেলো ভারতের ‘চেলো শো’ ছবির শিশু শিল্পী রাহুল

এই মুহূর্তে ৯৫তম অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করছে ভারতের ছবি ‘চেলো শো’ বা ‘দ্যা লাস্ট ফিল্ম শো’। আগামী ১৪ অক্টোবর ভারতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। তবে তার আগেই এলো চরম দুঃসংবাদ। মুক্তির মাত্র কয়েকদিন আগেই ক্যানসারে মৃত্যু হলো ছবিটিতে অভিনয় করা ১৫ বছর বয়সী রাহুল কোলির। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, লিউকেমিয়া বা রক্তকণিকার ক্যানসারে আক্রান্ত হয়েছিল রাহুল। রাহুলের বাবা বলেন, গত ২ অক্টোবর প্রবল জ্বর হলে রাহুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরপর তিনবার রক্তবমি করে রাহুল। এরপরই মারা যায় সে। গত ৪ মাস আগেই রাহুলের ক্যানসার ধরা পড়েছিল বলেও জানান তার বাবা।

পেশায় রাহুলের বাবা একজন রিকশাচালক। গণমাধ্যমকে তিনি বলেন, আমরা গরিব। রাহুল তিন ভাইবোনের মধ্যে বড়। ওর স্বপ্নই ছিল আমাদের কাছে সবকিছু। ওর চিকিৎসার জন্য আমার রিকশাটি আমরা বিক্রি করে দিই। তবে চেলো শোয়ের লোকজন বিষয়টি জানতে পেরে আমাকে আবারও রিকশাটি ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করে।

চেলো শো এ অভিনয় করা ছয় জন শিশুর মধ্যে অন্যতম রাহুল। ছবির মূল চরিত্র সময়ের ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকায় এ ছবিতে দেখা যাবে তাকে।

এসজেড/

Exit mobile version