Site icon Jamuna Television

টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচদের পরামর্শক গ্যারি কার্স্টেন

গ্যারি কার্স্টেন। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সংক্ষিপ্ত সময়ের জন্য নেদারল্যান্ডসের পরামর্শক হিসেবে কাজ করবেন বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কার্স্টেন। সে সঙ্গে ডাচদের কোচিং স্টাফে তার সাথে যুক্ত হচ্ছেন সাবেক অজি অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ানও।

বিশ্বকাপের প্রস্তুতির জন্য গত মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গ্যারি কার্স্টেনের একাডেমিতে অনুশীলন করেছিল নেদারল্যান্ডস। এবার পুরো দলের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন এই প্রোটিয়া।

কার্স্টেনের অধীনে ২০১০ সালে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‍্যাংঙ্কিংয়ের শীর্ষে ওঠে ভারত। আর ২০১১ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় মহেন্দ্র সিং ধোনির দল। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে খুব একটা সাফল্য নেই গ্যারি কার্স্টেনের।

আরও পড়ুন: নারী এশিয়া কাপ: বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশের বিদায়

/এম ই 

Exit mobile version