Site icon Jamuna Television

মারা গেলেন ইমান আহমেদ

বিশ্বের সবচেয়ে মোটা নারী মিশরের নাগরিক ইমান আহমেদ মারা গেছেন। আজ সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ৩৫ মিনিটে আবুধাবির বুরজেল হাসপাতালে মারা যান তিনি।

প্রায় ৫০০ কেজি ওজনের ৩৭ বছর বয়সী ওই নারী চলতি বছরের মার্চে চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে আসেন। শহরের সাঈফি হাসপাতাল হাসপাতাল কর্তৃপক্ষ মিশরের এই নারীকে সম্পূর্ণ বিনাখরচে সুস্থ করতে ভারতে নিয়ে আসে।

ভারতে এসে সার্জারির মাধ্যমে ৩২৪ কেজি ওজন কমে তার। সে যখন আবুধাবির উদ্দেশ্যে ভারত ছাড়ে তখন তার ওজন ছিল ১৭৬ কেজি।

কিন্তু ইমান আহমেদের বোন সাইমা সেলিম অভিযোগ করে বসেন, ‘চিকিৎসকেরা মিথ্যে কথা বলে তার বোনকে নিয়ে এসেছে। বোনের চিকিৎসা তো হচ্ছেই না, বরং তার পরিস্থিতি আগের চাইতেও খারাপ হয়েছে। ওজন কমাতে ব্যর্থ চিকিৎসকেরা তার বোনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।’

Exit mobile version