Site icon Jamuna Television

গাজীপুরে চার ভুয়া পুলিশ গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের সালনা এলাকা থেকে চার ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে জিএমপি সদর থানা পুলিশ। পুলিশের পরিচয় দিয়ে এ চক্রটি বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ পরিচয়ে এটিএম বুথে অভিনব কৌশলে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিল একটি চক্র। এই চক্রের মূলহোতা রুবেল নামের একজনের তথ্য সংগ্রহ করে পুলিশ। পরে রুবেলকে আটক করার পর আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ভুয়া পুলিশ লেখা আইডি কার্ড, ওয়াকিটকি, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, একাধিক সিম কার্ড, মোবাইল ফোন, জাল সার্টিফিকেট ও খেলনা পিস্তল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এই চক্রটির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এসজেড/

Exit mobile version