Site icon Jamuna Television

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি: তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। রাজ্যের প্রাথমিক শিক্ষা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। খবর হিন্দুস্থান টাইমসের।

এর আগে স্থানীয় সময় সোমবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য মানিক ভট্টাচার্যকে ইডি কার্যালয়ে তলব করা হয়। এরপরই শুরু হয় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। পরে রাত ১টা নাগাদ তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মানিক ভট্টাচার্যকে তলব করে সিবিআই। এ থেকে নিষ্কৃতি পেতে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। মানিক ভট্টাচার্যকে গ্রেফতার না করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপরই তাকে তলব করে ইডি। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পর তোলা হবে ব্যাঙ্কশাল আদালতে।

ইউএইচ/

Exit mobile version