Site icon Jamuna Television

ডেনমার্ক-ফ্রান্সের প্রথমার্ধ গোলশূন্য ড্র

ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স। গ্রুপসেরা হওয়ার লড়াই ফরাসিদের। তবে দ্বিতীয় পর্ব নিশ্চিত হয়নি ডেনমার্কের। পরের পর্বে যেতে এ ম্যাচে ন্যূনতম ড্র করতে হবে ডেনিশদের। সেই লক্ষ্যে এখন পর্যন্ত সফল তারা। প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে গেছেন ওগে হারাইদে শিষ্যরা।

তেমন গুরুত্ববহ না হওয়ায় এ ম্যাচে একাদশে বেশ ক’টি পরিবর্তন আনেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। বসিয়েছেন পগবা, লরিস, উমতিতি, এমবাপ্পেকে। হতাশার বিষয়, তাদের পরিবর্তে যারা সুযোগ পেয়েছেন, তারাও নামের প্রতি সুবিচার করতে পারেননি।

কচ্ছপের গতিতে এগিয়ে চলেছে ডেনমার্ক-ফ্রান্স লড়াই। ২৫ মিনিট পর্যন্ত গোলমুখে কেউ শটই নিতে পারেননি। ২৯ মিনিটে প্রথম সুযোগ পায় ডেনমার্ক। তবে তা হেলায় নষ্ট করেন ডেলানেয়। ৩৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নেন ডেম্বেলে। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধে দু’দলেল আক্রমণ বলতে ছিল এই।

Exit mobile version