Site icon Jamuna Television

শিশুকে ভাত বেড়ে দিয়ে গিয়েছিলেন মা, এসে পেলেন লুঙ্গিতে প্যাঁচানো লাশ; ২ চাচা ও চাচাত বোন আটক

মাগুরার মহম্মদপুরে শিশু হিরা খাতুন (৩) হত্যার ঘটনায় দুই চাচা ও এক চাচাত বোনেকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ অক্টোবর) রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোরী চাচাত বোন হিরাকে খুন করার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে।

নিহত শিশুটির বাবা আইসক্রিম বিক্রেতা হিরু মোল্যার সাথে তার বাবা দাউদ মোল্যা ও আপন তিন ভাইয়ের পারিবারিক দ্বন্দ্ব চলছিল বলে জানিয়েছে পুলিশ। শিশুটির পবিরবারও বলছে, পূর্ব শত্রুতার জেরে হিরাকে খুন করা হয়েছে। গতকাল সন্ধ্যায় মহম্মদপুরের বেথুলিয়া গ্রামে বাড়ির পাশ থেকে ৩ বছর বয়সী শিশু হিরার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের পরিবার জানায়, গতকাল মাগরিবের নামাজের আগে হিরা তার মায়ের কাছে ভাত খেতে চায়। তাকে ভাত বেড়ে দিয়ে তার মা বন্যা খাতুন প্রতিবেশীর বাড়িতে তার অপর মেয়ে মুসলিমাকে (৫) খুঁজতে যান। হিরার বাবা তখন বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর মুসলিমাকে নিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই লুঙ্গি দিয়ে মোড়ানো হিরার লাশ দেখতে পান তিনি। হিরার মাথায় ধারালো দায়ের কোপের চিহ্ন আছে।

হিরার মৃত্যুর ঘটনায় মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. কলিমুল্লাহ জানান, ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। বিশৃঙ্খলা এড়াতে থানা ও ডিবি পুলিশ একত্রিত হয়ে কাজ করছে বলেও জানান তিনি।

/এডব্লিউ

Exit mobile version