Site icon Jamuna Television

গঠিত হলো ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি

নবগঠিত কমিটির সদস্যরা।

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক ফোরাম। মঙ্গলবার সংগঠনটির নির্বাহী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন দৈনিক মাতৃছায়ার প্রধান সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, আর সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সংবাদের কার্টুনিস্ট ও ডিইউজে’র সিনিয়র সহসভাপতি এম এ কুদ্দুস।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ২য় তলায় অনুষ্ঠিত প্রথম সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকী হক, সঞ্চালনা করেন এম এ কুদ্দুস।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন সহ-সভাপতি কায়সুল মোমেন কাকন (বিশেষ প্রতিনিধি, চ্যানেল আই), শাহীন হাসনাত (সহ-সভাপতি ডিইউজে) যুগ্ম-সাধারণ সম্পাদক রিমন রহমান (সিনিয়র রিপোর্টার, যমুনা টিভি) ও ইউনুস আলী (সম্পাদক, দৈনিক চিত্রা), সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর (সিনিয়র রিপোর্টার, আরটিভি), অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম (চিফ রিপোর্টার, দৈনিক নয়া দিগন্ত) দপ্তর সম্পাদক শামীম মোল্লা (সময় টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদুর রহমান হিমেল (সহসম্পাদক, বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া সম্পাদক শাহেদ আলী ইরশাদ (সিনিয়র রিপোর্টার, দেশ রূপান্তর), কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ (সার্কেল মিডিয়া নেটওয়ার্ক), মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা রহমান উর্মি, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহম্মেদ হোসেন বাবু (সিনিয়র রিপোর্টার, একুশে টিভি), সাংস্কৃতিক সম্পাদক চন্দন সান্যাল (একুশে টিভি)।

কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে ৫ জনকে। এরা হলেন- জুলফিকার আলী (সম্পাদক, সাপ্তাহিক স্রোত), মাহবুব হাসান (একাত্তর টিভি), শামীম খান (বিশেষ প্রতিনিধি, বাংলা নিউজ ২৪ ডট কম), মিরাজ হোসেন গাজী (বাংলা ভিশন), এজাজুর রহমান সৌমিক (সিনিয়র রিপোর্টার, ইন্ডিপেন্ডেন্ট টিভি), মুহাম্মদ আলী (দৈনিক নবচেতনা)।

এ ফোরামের সদস্য হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক গোলাম তাহাবুর, কাজী রওনাক হোসেন, গোলাম মর্তুজা, আব্দুর রাজ্জাক ও অশোক কুমার সিংহ। এ সময় ফোরামকে এগিয়ে নিতে সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করেন নবনির্বাচিত সভাপতি।

/এসএইচ

Exit mobile version