Site icon Jamuna Television

সিঁথিতে সিঁদুরের রহস্য ফাঁস করলেন অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর মাখা একটি ছবি ভক্তদের মনে প্রশ্নের সঞ্চার করেছিল। অনেকেই দাবি করছিলেন, আবার বিয়ে করেছেন এই চিত্রনায়িকা। এবার সেই ছবির ব্যপারে এবার মুখ খুললেন অপু বিশ্বাস।

সোমবার (১০ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।’

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে চিত্রনায়ক শাকিব খানকে বিয়ে করেছিলেন অপু বিশ্বাস। শাকিব খান ও অপুর সন্তান আব্রাম খান জয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে। এরপরে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস।

তারপর দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। ২০১৮ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

/এনএএস

Exit mobile version