Site icon Jamuna Television

আবারও নকলের অভিযোগ এড শিরানের বিরুদ্ধে

আবারও নকলের অভিযোগ উঠেছে বিশ্বখ্যাত অস্ট্রেলিয়ান সংগীত তারকা এড শিরানের বিরুদ্ধে। এ নিয়ে চলছে ১০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা, যার রায় জানা যাবে শীঘ্রই।

অভিযোগ আছে, শিরান তার ‘থিংকিং আউট লাউড’ গানের মিউজিকে মারভিন গের বিখ্যাত ‘লেটস গেট ইট অন’ গানের কিছু কর্ডস নকল করেছেন । যা প্রকাশিত হয়েছিল ১৯৭৩ সালে। মারভিন গে এর সঙ্গে যৌথভাবে গানটি প্রোডিউস করেছিলেন এড টাউনসেন্ড।

এর আগে, ২০১৬ সালে নকলের অভিযোগ তোলে টাউনসেন্ডের পরিবার। কিন্তু পরের বছরই মামলাটি খারিজ করে আদালত। পরবর্তীতে গানটি শেয়ার স্ট্রাকচারড অ্যাসেট সেলসের কাছে বিক্রি করে দেয় টাউনসেন্ডের পরিবার। ২০১৮ সালে ওই কোম্পানি আবারও শিরানের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা দায়ের করে এবং ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায়।

মামলাটি বর্তমানে আদালতে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। খুব শিগগিরই জানানো হবে মামলার রায়।  

/এসএইচ

Exit mobile version