Site icon Jamuna Television

ওত পেতে ছিলেন গোয়েন্দারা, হাতেনাতে ধরলেন দুই মাদক কারবারিকে

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে ৫৯ বোতল ফেন্সিডিলসহ মাদক শীর্ষ নারী মাদক ব্যবসায়ীসহ ২ জনকে আটক করেছে তারা।

জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি মো. শাহিন উদ্দিন জানান, এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। আজ সকালে অপরাধীদের হাতেনাতে ধরার জন্য বিশেষ কৌশলে ওত পেতে ছিল গোয়েন্দারা। একপর্যায়ে কোটচাঁদপুরের কাগমারি এলাকা থেকে চিহ্নিত শীর্ষ মাদক ব্যবসায়ী চায়না বেগম ও আজহার উদ্দিনকে হাতেনাতে আটক করেন তারা। এ সময় তাদের কাছে থেকে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডির উদ্ধার করা হয়।

আটক চায়না ও আজহারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানান কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আইয়ুব হোসেন।

/এডব্লিউ

Exit mobile version