Site icon Jamuna Television

আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ, বিশ্বকাপের আগে মেসির পর ইনজুরিতে ডি মারিয়া

কাতার বিশ্বকাপের আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে আর্জেন্টিনা শিবির। লিওনেল মেসির পর এবার ইনজুরিতে পড়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। যদিও মেসির ইনজুরি ততোটা গুরুতর নয়। এদিকে, ডি মারিয়ার ইনজুরি কতোটা গুরুতর তা জানা জায়নি এখনও।

চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার (১১ অক্টোবর) ম্যাকাবি হাইফার বিপক্ষে ম্যাচে ডান পায়ে চোট পান ডি মারিয়া। ম্যাচের ২৪ মিনিটের সময় তাকে মাঠও ছাড়তে হয়। ডি মারিয়ার ইনজুরির ম্যাচে হারও বরণ করেছে তার দল য়্যুভেন্তাস। বলা যায়, দুঃসহ একটা ম্যাচ শেষ করেছে ইতালিয়ান জায়ান্টরা। ২-০ গোলে হারার কারণে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে তারা। শেষ ষোলোতে যেতে হলে পরের দুই ম্যাচেই জয় পেতে হবে তুরিনের দলটিকে।

এইতো গেলো বছর কোপা আমেরিকারর ফাইনালে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। ওই ম্যাচে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন ডি মারিয়া।

আগামী ২০ নভেম্বর শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। বিশ্বকাপ যাত্রা শুরুর দুই দিনের মাথায় বিশ্বকাপ জয়ের মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা। এবারের আসরে দলটিও শিরোপার দাবিদার। কিন্তু এসব দুঃসংবাদ নিশ্চয়ই আর্জেন্টিনা কোচের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে।

গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড।

/এমএন

Exit mobile version