Site icon Jamuna Television

যতোদিন সম্ভব অর্থ ও সামরিক সহযোগিতা দিন: জি সেভেনের উদ্দেশে জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ শক্তিশালী করতে অর্থনৈতিক জোট জি সেভেন এর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর এপির।

মঙ্গলবার (১১ অক্টোবর) ভার্চুয়ালি সংযুক্ত হন জোটটির নেতারা। এ সময় যুদ্ধ পরিস্থিতি জানাতে ইউক্রেনের প্রেসিডেন্টকে কথা বলার সুযোগ দেয়া হয়। জেলেনস্কি বলেন, অবৈধভাবে ৪টি অঞ্চল দখলের পর হামলা বাড়িয়েছে রাশিয়া। তার অভিযোগ, যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ইরানের নির্মিত ক্ষেপণাস্ত্র। জি সেভেনভুক্ত দেশগুলোকে ইউক্রেনে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে তোলার আহ্বান জানান তিনি। একইসাথে যতোদিন সামর্থ্য রয়েছে, ততোদিন অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা দেয়ারও অনুরোধ করেন জেলেনস্কি।

ভোলদেমির জেলেনস্কি বলেন, সোমবার থেকে দখলদাররা ইউক্রেনের বিভিন্ন শহরে শতাধিক ক্রুজ মিসাইল আর ড্রোন ছুড়েছে। যার মাঝে অন্যতম ইরানের নির্মিত ‘শহীদ’ ক্ষেপণাস্ত্র। রাশিয়া যুদ্ধে জয় পেতে সর্বাত্মক মরিয়া হয়ে উঠেছে। তাই জি-সেভেনভুক্ত দেশগুলোকে বলবো, আর্থিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধি করুন। ইউক্রেনের জন্য একটি আকাশ প্রতিরক্ষা বলয় গড়ে দিন।

/এমএন

Exit mobile version