Site icon Jamuna Television

বিশ্ববাজারে স্থিতিশীলতা বজায়ে জ্বালানি উত্তোলন সীমিত করার সিদ্ধান্ত: পুতিন

কাউকে কোনঠাসা করতে নয়, বরং বৈশ্বিক বাজার স্থিতিশীল করতেই জ্বালানি উত্তোলন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। খবর এপির।

মঙ্গলবার (১১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে বৈঠকে এ মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন।
সেইন্ট পিটার্সবার্গে দুই নেতার মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বৈশ্বিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে দু’দেশের সুসম্পর্কের প্রয়োজন রয়েছে, এমনটা জানান পুতিন।

গেলো সপ্তাহেই দৈনিক তেল উত্তোলন দুই লাখ ব্যারেল কাটছাঁটের ব্যাপারে সম্মত হয় ওপেকভুক্ত দেশগুলো। এর ফলে উৎপাদন-সরবরাহের পাশাপাশি খুচরা বাজারেও অস্থিরতা কমবে, এমন দাবি ভ্লাদিমির পুতিনের।

একইদিন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রসির সাথেও বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট। এ সময় জাপোরিঝিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাফোয়েল গ্রসি। পুতিন তাকে জানান, যুদ্ধে জয় পেতে পারমাণবিক কেন্দ্র নিয়ে মিথ্যাচার করছে ইউক্রেন। বিষয়টিকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা, এমনটাও অভিযোগ করেন।

/এমএন

Exit mobile version