Site icon Jamuna Television

চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশ, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

চট্টগ্রামে বিএনপির মহাসমাবেশকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বুধবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নগরীর পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা।

সমাবেশে যোগ দিতে অনেক নেতাকর্মী গতরাত থেকেই বন্দরনগরীতে অবস্থান করছেন। পথে পথে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ তাদের। সমাবেশ থেকে নেতাকর্মীদের যে নির্দেশনা দেয়া হবে তা মাঠ পর্যায়ে জীবন দিয়ে হলেও বাস্তবায়নের কথা জানান অনেকে।

ইতোমধ্যে সমাবেশকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাম্প্রতিক সময়ে পুলিশের গুলিতে পাঁচ নেতাকর্মীর মৃত্যুসহ খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এই সমাবেশে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।

এদিকে সমাবেশকে ঘিরে কোনো বিশৃঙ্খলা করলে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

ইউএইচ/

Exit mobile version