Site icon Jamuna Television

আর্জেন্টিনার দল ঘোষণা, দলে ফিরেছেন ডি মারিয়া, হিগুয়েইন

আর কিছুক্ষণ পর শুরু হবে নাইজেরিয়া-আর্জেন্টিনা মহারণ। বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনা একাদশ কেমন হবে-তা নিয়ে চলছিলো কানাঘুষা। কে বাদ পড়ছেন, কে ঢুকছেন-তা নিয়ে চলছে জোর গুঞ্জন। তবে সবাইর জল্পনা কল্পনা অবসানে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে জায়গা পেয়েছে ডি মারিয়া, হিগুয়েইন।  বাদ পড়েছেন স্ট্রাইকার সার্জিও আগুয়োরো। গোল রক্ষক হিসেবে নেয়া হয়েছে আরমানিকে।

নাইজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ: আরমানি, মার্কোস রোহো, ওটামেন্ডি, মার্কাদো, টাগলিয়াফিকো, মাসচেরানো, বানেগা, এনজো পেরেজ, ডি মারিয়া, হিগুয়েইন ও মেসি।

Exit mobile version