Site icon Jamuna Television

আসামে ফের বন্যা

আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতির মুখোমুখি ভারতের আসাম রাজ্য। আশঙ্কা, কয়েকদিনের মধ্যে ব্রহ্মপুত্র নদীর পানি বাঁধ উপচে পড়তে পারে। খবর এএনআইয়ের।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, গেলো কয়েকদিনের ভারি বৃষ্টি ও হঠাৎ সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ধেমাজি-ডিব্রুগড়-লাখিমপুর। অন্তত ৪৬টি গ্রাম বন্যা কবলিত। ডিব্রুগড়ের বাসিন্দারা বন্যার প্রবল জলস্রোত ঠেকাতে নিয়েছে নানামুখী উদ্যোগ। তারা জানিয়েছেন, গেলো ২০-২৫ দিনে নদী উপকূলবর্তী বেশ কিছু এলাকা তলিয়ে গেছে পানিতে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটি চলতি বছর পঞ্চম দফা প্রলয়ঙ্কারী বন্যার মুখোমুখি হলো। এদিকে, জলাবদ্ধতার কারণে আসাম ছাড়াও মিজোরামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি মাসেই তিন শতাধিক নতুন রোগী শনাক্ত হয়েছে রাজ্যগুলোয়।

/এমএন

Exit mobile version