Site icon Jamuna Television

মাহরাম ছাড়াই নারীদের হজ পালন; বিশেষজ্ঞ আলেমদের ব্যাখ্যা তুলে ধরেছে সৌদি আরব

ছবি: সংগৃহীত।

মাহরাম ছাড়াই নারীদের হজ পালনের সুযোগ দেয়া নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ সিদ্ধান্তের পক্ষে বিশেষজ্ঞ আলেমদের ব্যাখ্যা তুলে ধরেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

বলা হয়, সফরের পথ নিরাপদ হলে অভিভাবক ছাড়া নারীর হজ যাত্রায় কোনো বাধা নেই। গত সোমবার (১০ অক্টোবর) কায়রোয় এক সংবাদ সম্মেলনে দেশটির হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ এই ঐতিহাসিক ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বিশ্বের যেকোনো প্রান্ত থেকে একাই হজ পালনে যেতে পারবেন নারীরা। স্বামী বা রক্তের সম্পর্কের কারও সঙ্গী হওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

এছাড়া মুসলিম দেশগুলোর জন্য কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দেয়া হয়। সিদ্ধান্ত হয়, ওমরাহ পালনে ইচ্ছুক সব মুসলিমদের সৌদি ভিসা দেয়ার। একইসঙ্গে হজযাত্রীদের ভোগান্তি কমাতে আধুনিক প্রযুক্তি নির্ভর সেবার পরিকল্পনা জানানো হয়।

/এমএন

Exit mobile version