Site icon Jamuna Television

ছাগল আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মধুমালা খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত মধুমালা খাতুন ওই গ্রামের মকছেদ আলীর স্ত্রী।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন মধুমালা খাতুন। হালকা মেঘের সাথে বজ্রপাত হচ্ছিল। বৃষ্টি শুরু হলে পালিত দুই ছাগলকে ঘরে নিয়ে আসার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই ছাগলও বজ্রপাতে মারা যায়।

হরিণাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ পরিবারের কাছে রয়েছে।

ইউএইচ/

Exit mobile version