Site icon Jamuna Television

ভবনের নিরাপত্তা নিশ্চিত না হলে ট্রেড লাইসেন্স বাতিল: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফাইল ছবি।

ভবনের নিরাপত্তা নিশ্চিত না হলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

বুধবার (১২ অক্টোবর) সকালে, বাংলাদেশ ইউনির্ভার্সিটি অব প্রফেশনালস এ ডিজাস্টার ম্যানেজম্যান্ট এক্সারসাইজের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আবাসিক ও বাণিজ্যিক ভবনে প্রস্তুতি ও নিরাপত্তার অভাবে আগুন লাগার ঘটনা খুই সাধারণ। বিল্ডিং কোড অনুযায়ী ভবন নির্মাণ করা হচ্ছে না জানিয়ে মেয়র বলেন, ঢাকার আবাসিক ও বাণিজ্যিক উভয় ধরনের উঁচু ভবনে প্রায় ৯০ শতাংশই অগ্নি নিরাপত্তা ও প্রস্থানের ব্যবস্থা নেই।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ভবনের সেফটি সার্টিফিকেট না পেলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে এবং নবায়নও করা হবে না। ডিএনসিসির মূল কার্যালয়ে ইমার্জেন্সি অপারেশন সেন্টার স্থাপন করা হয়েছে। যে কোনো দুর্যোগের সময় সার্বিক বিষয় এখান থেকে মনিটরিং করা হবে বলেও জানান মেয়র।

আরও পড়ুন: মূল্যস্ফীতির চাপে নিম্নবিত্ত

/এম ই

Exit mobile version