Site icon Jamuna Television

৪০ মিলিয়নে বিক্রি হলো জনি-অ্যাম্বারের মারামারির সাক্ষী সেই বাড়িটি

ছবি: সংগৃহীত

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মানহানির মামলায় জিতে যেনো ভাগ্য খুলে গেছে হলিউড তারকা জনি ডেপের। তার তারকা খ্যাতি এখন আগের চেয়েও বেশি। তারই সুবাদে এই অভিনেতা কেনা দামের চেয়ে সাতাশ গুণ বেশি লাভে বিক্রি করেছেন তার একটি বাড়ি।

জানা গেছে, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের যে বাড়িটি ১.৫ মিলিয়ন ডলারে জনি কিনেছিলেন, সম্প্রতি সেটিই ৪০ মিলিয়ন ডলারে বিক্রি করে রীতিমতো ইতিহাস তৈরি করেছেন।

প্রাসাদসম সে বাড়িতে আছে দশটি বেডরুম, দশটি বাথরুম। গুঞ্জন আছে, এ বাড়িতেই নাকি একবার মারামারি হয়েছিলো জনি ও অ্যাম্বারের মধ্যে। এমনকি এই বাড়িতেই অ্যাম্বারের বিরুদ্ধে জনিকে লক্ষ্য করে মদের বোতল ছুঁড়ে মারার অভিযোগ উঠেছিল। যে ঘটনায় ডেপের আঙুল কেটে গিয়েছিল।

এসব ঘটনার সাক্ষী বলেই বাড়িটি এতো দামে বিক্রি হয়েছে বলে মনে করা হচ্ছে।

/এসএইচ

Exit mobile version