Site icon Jamuna Television

মাকে বাঁচাতে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

ফাইল ছবি

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মাকে বাঁচাতে চলন্ত লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয় নিখোঁজের ৫১ ঘণ্টা পর মেঘনা নদী থেকে ছেলে নাইম ইসলামের (২১) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বুধবার (১২ অক্টোবর‍) দুপুর ৩টার দিকে গজারিয়া উপজেলার হোসেন্দি এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করে গজারিয়া নৌপুলিশ। নিহত নাইম শরীয়তপুর জেলার সুখীপুর থানার আক্তার হোসেন এর ছেলে।

গজারিয়া নৌপুলিশের ইনচার্জ মো. ইজাজ জানান, দুপুরে নদীতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে আমাদেরকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে নিখোঁজ নাইমের মা ও পরিবার সদস্যারা এসে মরদেহটি নাইমের বলে শনাক্ত করেছে। আইনী পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, সোমবার (১০ অক্টোবর) মুন্সিগঞ্জ ধলেশ্বরী নদীতে বাকবিতণ্ডার জেরে চলন্ত লঞ্চ থেকে মা-ছেলে ঝাঁপ দেয়। মা জামিরুন বেগম সাঁতরে তীরে উঠতে পারলেও ছেলে নাইম (২১) নিখোঁজ ছিল।

কোস্টগার্ড সূত্র জানায়, দুপুরে শরিয়তপুর থেকে ঢাকা সদরঘাটগামী এম বাইজিদ জুনাইদ-১ লঞ্চ চর কিশোরগঞ্জ এলাকায় আসলে লঞ্চ আরোহী জামিরুন বেগম ও ছেলে নাইম হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মা রাগ করে চলন্ত লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পাড়েন, মাকে বাঁচাতে ছেলেও লঞ্চ থেকে নদীতে লাফিয়ে পড়েন।

আরও পড়ুন: মাকে বাঁচাতে লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে তরুণ নিখোঁজ

পরবর্তীতে মা জীবিত অবস্থায় তীরে আসতে পারলেও ছেলে সাঁতার না জানায় নদীর পানিতে তলিয়ে যায়। বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পাগলাকে অবহিত করলে নিখোঁজ যুবককে উদ্ধারে ২টি উদ্ধারকারীদল এবং ১টি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

/এনএএস

Exit mobile version