Site icon Jamuna Television

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে মেহার ছায়াকরের ১৪ বছরের নিষেধাজ্ঞা

ছবি: সংগৃহীত

ম্যাচ ফিক্সিংয়ে আরব আমিরাতের ক্রিকেটারদের যুক্ত করার দায়ে ভারতীয় ক্রিকেটার মেহার ছায়াকরকে আইসিসি ১৪ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। দু’টি প্রতিযোগীতায় ম্যাচ পাতানোর চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে ছায়াকরের বিরুদ্ধে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

২০১৯ সালে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ এবং একই বছরে কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হয় এই ভারতীয় বংশোদ্ভুত এই ক্রিকেটারের বিরুদ্ধে। মেহারের বিরুদ্ধে আইসিসির ৭টি ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে।

মেহার ছায়াকর। ছবি: সংগৃহীত

ছায়াকরের শাস্তিতে ক্রিকেটে দুর্নীতির প্রকোপ কমাবে বলে বিশ্বাস করেন আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল। তিনি বলেন, আরব আমিরাতের ক্রিকেটার কাদির খান ও গুলাম সাব্বিরের বিরুদ্ধে আসা অভিযোগগুলোয় জড়িত ছিলেন মেহার। কাদির এবং সাব্বির দুইজনই তাদের বিরুদ্ধে আনীত শাস্তি গ্রহণ করেছেন।

আরও পড়ুন: বাংলাদেশিরা ইতালি গেলে ফেরত আসে না, এই অভিযোগে হয়রানির শিকার দাবাড়ু দল

/এম ই

Exit mobile version